অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন এক ত্রুটির ব্যাপারে সাবধান করলো মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে জরুরি সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।
নিরাপত্তাবিষয়ক এক পরামর্শে কোম্পানিটির পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এই ত্রুটির ফাঁক গলে হ্যাকারা ব্যক্তিগত তথ্য চুরিসহ কম্পিউটারটিই ভার্চুয়ালি দখল করে বসতে পারে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার ব্যাবহার করছেন বিশ্ব জুড়ে এমন ৯০ কোটি লোকের সবাই এই বাগটির দ্বারা আক্রান্ত হতে পারেন।
আসন্ন এই আক্রমণ প্রতিরোধের জন্য মাইক্রোসফট একটি সফটওয়্যার প্যাচ তৈরি করেছে। বলা হচ্ছে এই প্যাচটি অনেক দিন ধরে এ ধরনের নিরাপত্তায় ব্যবহার করা যাবে।
মাইক্রোসফট জানিয়েছে এই ত্রুটির কারণে কোনো ওয়েব লিংকে ক্লিকে করার ফলে যে কাউকে বোকা বানিয়ে ক্ষতিকর ফাইল ডাউনলোড হয়ে যেতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সুমন/এইচবি/এইচআর/ফেব্রুয়ারি ০১/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।