পথ চলতে পথ চলতে
ইন্টারনেট এক্সপ্লোরার ৯ ব্রাউজার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এর নিরাপত্তা বাড়াতে 'ট্রেকিং প্রটেকশন' সুবিধা যোগ করছে মাইক্রোসফট।ফলে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইট প্রবেশ করে যে কাজই করুক না কেন তৃতীয় পক্ষের কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা প্রকাশ পাবে না।তবে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী পরিচিত ব্যক্তিদের কাছে তাদের তথ্য প্রকাশ করতে পারবেন। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অনলাইনে ইন্টারনেট ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রন নিজেরাই করতে পারবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরার ৯ এর পুরো সংস্করন আগামী বছরের শুরুতেই বাজারে আসবে। মাইক্রোসফট গত সেপ্টেম্বর মাসে আই ৯ ব্রাউজারটির পরিক্ষামুলক সংস্করন বাজারে ছাড়ে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।