বুর্জোয়াসব নিপাত যাক, বাংলাদেশ মুক্তিপাক
আপনার ঘরে ডাকাত পড়েছে? আপনাকে দোররা মারা হবে, কেন ডাকাত ঢুকলো।
ফেলানি গুলি খেয়ে মরেছে? আসুন তারে কবরে দোররা মেরে আসি, কারন সে গুলি খেয়ে মরেছে।
আপনার বাপ খুন হয়েছেন, তার কবরে দোররা মারা হবে, কারন তাকে কিছু কাপুরুষ খুন করেছে।
অবাক লাগছে?
অবাক লাগবার কিছু নেই, যখন ধর্ষিতাকে আমরা ধর্ষনের শিকার হবার অপরাধে খুন করি দোররা মেরে, ওপরের সবই স্বাভাবিক এবং ন্যায্য।
মেয়েটির জন্য কারও মায়া হলো না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।