আমাদের কথা খুঁজে নিন

   

নতুন পিসি কিনবো, কোনটা?

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

পিসি নষ্ট। ব্লগাইতে পারি না। কোনটা কিনুম? বাজেট হইলো কোর আই 3 কিনার। এক পোলা কইলো AMD এর প্রসেসর কিনতে। আপনারা কি কন? ইন্টেল না AMD? ১) রেম কোনটা? টুইনমস না ট্রানসেন্ড? ২) মাদারবোর্ড কোন কোম্পানীর কিনুম? ইন্টেল/গিগাবাইট/এমএসআই? একটু হেল্পান। রিপ্লাই দিতে দেরী হইতে পারে, আবার যেদিন পিসিতে বমু, সেদিন আমি পিসি কিনছি অনেকদিন হয়ে গেছে। কোর আই ৩ - ৩.০৬ গিগাহার্য, গিগাবাইট h55m-d2h, ট্রানসেন্ড ৪গিবি ডিডিআর৩ ১৩৩৩ বাস। সবাইকে অনেক ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.