আমাদের কথা খুঁজে নিন

   

আমি জানতাম তুই আসবি...

There is only one person who could ever make you happy, and that person is you...
১ম বিশ্বযুদ্ধের একটি ঘটনা... যুদ্ধক্ষেত্র... দুই বন্ধু (পেশায় দু'জনই সৈনিক) দুটি আলাদা সেক্টরে যুদ্ধ করছে... এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হলো, তখন আহত বন্ধুটি ওয়্যারলেসের মাধ্যমে অপর বন্ধুটির সাথে কন্টাক্ট করলো এবং জানালো সে আর নাও বাঁচতে পারে তবুও সাহায্য করার জন্য বন্ধুটিকে আসতে বললো... অপরজন ঘটনাটি শুনেই ক্যাপ্টেনের কাছে গেল অনুমতি নেওয়ার জন্য... ক্যাপ্টেন তাকে অনুমতি দিতে রাজি হলো না, বললো "প্রথমত তুমি ওখানে গিয়ে তোমার বন্ধুকে বাঁচাতে পারবে না, দ্বিতীয়ত এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে তোমার ওখানে যাওয়াটা রিস্কি, তোমারও গুলি লাগতে পারে"... বন্ধুটি বললো, "তবুও আমার যাওয়াটাই জরুরী"... ক্যাপ্টেন অবশেষে তাকে যেতে দিল... কিছুক্ষণ পরে সৈনিকটি তার বন্ধুটির লাশ কাঁধে নিয়ে ফিরলো... দেখে ক্যাপ্টেন বললো, "আমি বলেছিলাম তোমার যাওয়া না যাওয়া একই কথা হবে, সে তো মৃতই"... সৈনিকটি বললো, "না স্যার, এটা মোটেও একই কথা নয়, আমি হয়তো ওকে বাঁচাতে পারিনি কিন্তু ওর বিশ্বাসটুকু রাখতে পেরেছি। যখন আমি পৌঁছলাম তখনও ও বেঁচে ছিল, আমাকে দেখতেই হাসলো এবং শেষে বললো - আমি জানতাম তুই আসবি (I knew you would come)"... সূত্রঃ Click This Link বন্ধু দিবসের শুভেচ্ছা এই ধরনের বন্ধুত্বের জন্য...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।