আমাদের কথা খুঁজে নিন

   

জানতাম এই দিন আসবেই

এ এক আশ্চর্য সময়... যখন আশ্চর্য বলে কিছু নেই... আমি খুব উল্লসিত হতাম, যখন দেখতাম বাংলাদেশ ক্রিকেট এ কোন ম্যাচ জিতলেই সমগ্র জাতি কি দারুন ভাবে উৎসবের আমেজে মেতে ওঠে। আবার হেরে গেলে কি ভয়ঙ্কর নিরাশায় তলিয়ে যায়। বুঝতাম এই ছোট্ট সবুজ দেশটার বেশিরভাগ মানুষের শিরা উপশিরায় রয়েছে দেশের প্রতি অসম্ভব ভালবাসা। কিন্তু খুব অবাক হতাম যখন দেখতাম এই মানুষগুলোই পরদিন অফিস এ যেয়ে ভুলে যেত তার দেশকে। ঘুষ খেত,এমন কিছু কাগজে স্বাক্ষর করে দিত যা বাস্তবায়িত হলে অনেক মানুষ মারা যাবে।

সমস্ত পর্যায়ে চলতো দুর্নীতি, যার কারনে কখনও ওভার ব্রিজ ভেঙ্গে... কখনও লঞ্চ ডুবে...কখনও ক্ষুধায় কখনও শীতে...কখনও নির্মম হত্যায়...... অকারণে মরত আমারি দেশের মানুষ। আমি মেলাতে পারতামনা সেই একই মানুষগুলোকে। পরে অনেক ভেবে এটুকু বুঝেছি...আসলে সবাই হাল ছেড়ে দিয়েছিলো। স্বাধীনতার পর বিগত ৪২ বছরে সবাই ধরেই নিয়েছিল এদেশের আর কিছু হবার নয়। সবাই মেনে নিয়েছিল যে আসলেই অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ।

আর আমরা সবাই মেনে নিতেই অভ্যস্ত গিয়েছিলাম। কিন্তু চায়ের কাপের আড্ডা কিংবা নিজের সাথে একান্ত সময়ে আমরা সবাই ভাবতাম যে একদিন এই দিন বদলাবে। সেটা প্রথম-আলোর কিংবা বাংলা-লিঙ্ক এর চটকদার বদলে দেয়া বা দিন বদলানো নয়। সত্যিকার এর প্রতিবাদের দিন। জনমানুষের ক্ষোভে জ্বলে ওঠা অধিকার আদায়ের দিন।

২০১৩,ফেব্রুয়ারী আমাদের সেই দিন এনে দিলো। আমরা নতুন করে বুঝতে পারলাম সাধারন মানুষের ক্ষমতা কত বিশাল। আমরা বুঝতে শিখলাম যে আমাদের চাওয়া যখন মূর্ত হয়ে ওঠে তখন তা কাঁপিয়ে দেয় পৃথিবীকেও। এই জাগরন যেন কোন ভাবেই বৃথা না যায়। আসুন সবাই আর একবার নতুন করে শপথ নিই।

এই সুযোগ আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়বার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।