আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের মন আর গুরুর ...................................................সামন ।

শিশুদের নিরাপদ জীবন চাই,চাই খোলা আকাশের নিচে বসবাসরত সকল শিশুর আবাসন। ।

সেই ছোটবেলা থেকে আমি মেয়েদের প্রতি ছিলাম খুব দুর্বল । কিন্তু আমার সাহস ছিল সেই তুলনায় অনেক কম। তাই ভালবাসতাম একপক্ষে ।

আরকে পক্ষের ভালবাসতো দুরের কথা সামনে যেতে পারতাম না । বন্ধুরা সবাই সব সময় সাহস দিত তাও পারতাম না । একদিন বেড়াতে গেলাম আমার এক বন্ধুর বাড়িতে সেখানোও পচন্দ একমেয়েকে তো রাত জেগে চিঠি লিখা শুরু করলাম কিন্ত দিবেকে ,আমি তো পারবো না । আর দেয়াও হলোনা । এভাবে কেটে গেলো কৈশর ।

যৌবনে অনেক চেষ্টা করেও পারলাম না কাউকে আমার ভালবাসা বুঝাতে । যখন আমি জীবনের সর্বশেষ পরিক্ষা দিই তখনো আমি নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে ব্যাথ । পড়ালেখা শেষ এবার হলাম এলাকার বড় ভাই । অন্তত ৫০ টি ছোট ভাই নিয়ে আমার চলাফেরা সবার কাছে আমি খুব সাহসী পুরুষ , আমার দূর্বলতা তো বন্ধু মহল ছাড়া কেউ জানেনা। আমার বাড়ির পাশে কলেজ তো প্রতিদিন বিকেল বেলা কলেজ মাঠে আড্ডা তখন অবশ্যাই আমরা ছাড়া আর কেউ আড্ডা দিত না ।

কথায় কথায় মেয়ে প্রসঙ্গ । এক ছোট ভাই বলল ভাই আমি একটি মেয়েকে পচন্দ করেছি কিন্তু মেয়ে কিছুতেই রাজি না আপনীতো ভাই যুক্তি দিয়ে কথা বলেন একটু মেয়েটাকে বুঝেয়ে বললে রাজি হয়ে যাবে আর তা ছাড়া আপনার কথা তো আর পেলতে পারবেনা । আমি তো এক রকম গামিয়ে উঠেছি । আছ সবার সামনে আমার মান সম্মান শেষ হবে না । বল্লে কি আর হবে ।

ঠিক আছে কাল সকাল ১০টায় সাবই কলেজের সামনে আসবী শুধু আমি কথা বলবো ঠিক আছে ? আজ আমি উঠি এবার শুরু হলো নিজের সাথে যুদ্ধ সারা রাত শুধু বেবেই গেলাম কিন্তু ফলাফল পেলাম না সম্মান রক্ষার জন্য সকাল অাল্লার নাম নিয়া বের হলাম সময় যতই যাচ্চে আমার অবস্থা কি আর বলবো যথারিতি আসলো মেয়েটি সবাই চলে গেল আমি একা মনে হলো আমি বুজি আজ সবচাইতে বিপদে আছি । কিন্তু মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে আমি কিছু বলতে পারলাম না চলে গেল কলেজে এবার আবার সবাই আসলো ? কি বলেন ভাই >>>আমি তো এখন দারুন মোডে মিথ্যে হলেও তো আমার সম্মান রক্ষে। যাক কাউকে কিছু না বলে চলে গেলাম কলেজ ছুটির পর আমার দাড়িয়ে অপেক্ষায় মেয়েটির মেয়েটি আসলো এবং আমাকে সালাম দিয়ে বলে ভাই আপনার জন্য আজ আমাকে কেউ ডিষ্টাব করেনি । আমি তো অভাক যাক বাবা বাচাগেল । ভাই আপনী কেমন আছেন আমি তো চমকে উঠলাম . আপনী আমাকে চিন? হ্যা ।

কিভাবে ? কেন আপনী আপমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তা ছিলেন । ও. আমিতো ভাবলাম আমার কোন আত্নীয় । আপনাদের বাড়ী কোথায় ? ভাই আপনী আপনী করছেন কেন আপনার ছোট বোনতো আমার সিনিয়ার আপা। আপনীতো আমার সব খবর রাখ দেখছি । জী মানে আপনার বোন তাই কলেজের সবাই ভয়ে থাকে . কেন আমি কি খুব খারাপ লোক নাকী ? না তো? জানিনা ।

আপনার বাড়ীর কথা বলেনা যে ? ঐতো নতুন পাড়া । ও মেয়েটির সাথে আরও অনেক মেয়ে ছিল সাবাই শুধু আমার দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে আর আমার কথা শুনছে । এর মধ্যে এক মেয়ে বলল ভাইয়া আপনী আমাকে ছিনেন । না তো ? ..................................................... ........................ নিজের ভীতরে অহংকার আসলে া আরএ আমারে তো অনেক মেয়ে ছিনে । হঠা্য


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.