দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি / যাহা আসে আজ কই তাহা মুখে
সম্প্রতি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট চুরির দায়ে সাবেক এক কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, মাক্রোসফটের ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট এর পদে থাকাকালীন রবার্ট ডি কারি ৪ লাখ ৬০ হাজার ডলার চুরি করেছিলেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
যুক্তরাষ্ট্রের এক স্টেট কোর্টে দায়ের করা এই মামলায় বলা হয়েছে, ৪ লাখ ৬০ হাজার ডলার চুরি ছাড়াও রবার্ট ডি কারি আরো ১৫ লাখ ডলার তহবিল সরানোর চেষ্টা করেছিলেন।
কারির বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি ব্লু গেমস নামে ভুযা একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।
আর নাম-ঠিকানাবিহীন সেই প্রতিষ্ঠানেই তিনি অর্থ সরবারহ করেছেন।
মাইক্রোসফটের বরাতে জানা গেছে, মাইক্রোসফটের কর্মী হিসেবে কারির ওপর দায়িত্ব ছিলো ইন্টারনেট ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরাকে জনপ্রিয় করে তোলা। এজন্য অ্যাড-অনসহ বিং বার ডাউনলোড বিষয়টি তিনি দেখতেন।
অভিযোগে আরো জানানো হয়েছে, কারি কেবল ভুয়া ইনভয়েসই বানাননি, ডিস্ট্রিবিউশন চুক্তি, প্রতিবেদনসহ ম্যানেজারের সাক্ষরও জাল করেছেন।
উল্লেখ্য, পাঁচ বছর মাইক্রোসফটে চাকরি করার পর চুরির দায়ে ১৩ জানুয়ারি তাকে বরখাস্ত করে মাইক্রোসফট।
সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।