যে যাই বলুন না কেন। যত অমানবিকই মনে হোক তবু আইনটাকে মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি এ দেশে কার্য্যকর করা উচিত।
আজ প্রথম আলোর ফ্রন্ট পেইজে নিউজ দেখলাম: দুধ থেকে ছানা তুলে সেই অবশিষ্ট দুধের জলে মেশানো হয় লোহা কাটার জন্য ব্যবরহৃত কাটিং অয়েল, জলটাকে দুধ সাদা করবার জন্য। এরপর দেয়া হয় একটু ননী, গুঁড়ো দুধ ও কৃত্রিম মিল্ক ফ্লেভার।
Click This Link
যেখানে ব্যাবসায়ী তার সামান্য লাভের জন্য একটা পুরা প্রজন্মকে শারিরিক ভাবে অসুস্থ্য ও পঙ্গু করে দিতে দ্বিধা করেনা। ধরা পড়লে এদের হাত কাটার চেয়েও বড় শাস্তি হওয়া উচিত (শিরোচ্ছেদ মনে হয় আরও ভাল)। ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি; নিজেদের, সন্তানদের ভবিষ্যত নিয়ে। কি বিশ্রি রকম ভাবে আমরা জিম্মি এসব শয়তানদের হাতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।