বাংলাদেশের মানুষ আজ সোচ্চার দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি কীভাবে আমাদের জাতীয় জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনে তা আর এখন বলে বোঝাবার প্রয়োজন পড়ে না। দুর্নীতি প্রতিরোধে যেসব সচেতনতামূলক বিজ্ঞাপন, পোস্টার ইত্যাদি তৈরি করা হয়েছে তাতে বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট। ....
আজ আমি আমার ব্যক্তিগত জীবনে কিছু দুর্নীতির ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো।
পর্ব-১
সাদ এর বাবা চাকরি ছাড়া পৃথিবীর আর কোনও কাজই করতে অভ্যস্ত নন।
প্রতিদিন অফিসে যান আবার অফিসের গাড়িতে বাসায় ফেরেন। বাসায় ফিরে টি.ভি দেখতে দেখতে, স্ত্রীর সাথে খুনসুটি করে, ঝগড়া করে রাত বারোটার দিকে ঘুমিয়ে পড়েন। মাঝে মাঝে কম্পিউটারে এক আধটু লেখার চেষ্টা করেন, গান শোনেন, ভিডিও দেখেন। বাইরের আর কোনও কাজেই তিনি জড়িত হন না। বন্ধুবান্ধবদের কাছ থেকে লুকিয়ে থাকেন।
বন্ধুবান্ধব মানে ছুটিরদিনের রেস্ট-বিপর্যয়। কেউ যদি ফোনে বলে দোস্ত অমুকদিনতো ছুটি, বাসায় বসে কী করবা? আসো একটু বন্ধুবান্ধবরা মিলে গ্যাজাই। ...
আরে দোস্ত কী যে বলিস (ভয়ানক হতাশ সুরে..)বিবাহিত জীবন যে কষ্টের! তোর ভাবি প্রত্যেকটা ছুটির দিনই বুকিং দিয়ে রাখে....
কিন্তু এই বুকিং পর্যন্তই। লোকটি তার স্ত্রীকে নিয়েও কোথাও বেড়াতে যায় না। তার নাকি অল্পদূরত্বের ভ্রমণে আকর্ষণ নাই।
তাহলে চলো দূরে কোথাও যাই?
একদিন দুইদিনের ছুটিতে যাবে কোথায় বলো!
ছুটি নেও!
হ্যাঁ এখন ছুটি নিয়ে পাওনা ছুটিগুলো শেষকরি, শেষে কাজের সময় আর ছুটি পাবো না। ...কখন কি অসুখ বাধে ঠিক আছে!
সাদ এর বাবার আরও কিছু বৈশিষ্ট্য আছে। সে মানুষের সাথে খুব দ্রুত বন্ধুত্ব তৈরি করতে পারে। মানুষের উপকার করার সুযোগ পেলে সাধারণত হাতছাড়া করে না। আর সে একটু কিপটে টাইপের লোক।
একটা উদাহরণ দিই। ... কিপটেমির দুর্নাম ঘুচাতে সে বলে আসলে আমি অপচয় পছন্দ করি না। তো উদাহরণটা হচ্ছে--বাসায় তার এক বন্ধু আসে মেয়ে বন্ধু। মেয়েটাকে সাদ এর বাবা মা একপ্রকার জোরকরেই একটা রাত রেখে দেয়। আর কোনও সমস্যা না হলেও বিপত্তি বাধে সকালে দাঁত ব্রাশকরা নিয়ে।
তো লোকটির একটি এক্সট্রা ব্রাশ ছিল বলে রক্ষে। কিন্তু একবার ব্রাশ করে ফেলে দেওয়ার মতো অপচয়তো সে করতে পারে না। মহিলা ব্রাশটা রেখে গেলে কয়েকদিন পর বেটাকে গরম পানি দিয়ে ধুয়ে লোকটি নিজেই ব্যবহার করতে শুরু করে। স্ত্রীকে বলেছিল, স্ত্রী তেড়ে আসে।
নিশ্চই এখন বুঝতে পারছেন বেচারা কী ভয়ানক হিসেবী!
বাসার বাজার সদাই থেকে শুরু করে চাকরি বাদে আর সব কাজই স্ত্রী করেন।
বাজার করে এস প্রতিদিন হিসাবটা ডায়রিতে লিখে রাখতে হয়। মাস শেষে সেটাকে কম্পিউটারে সুন্দরকরে সাজিয়ে রাখা হয়। এই বাজারে ভদ্রমহিলা সবসময় স্বচ্ছতা দেখান না। এবার বাজার করে এসে হিসেব দিলেন চাল চল্লিশ টাকা করে।
কী চাল?
নাজির শাইল!
এতো দাম! হাসিনা চালের দাম কী কমাইলো!
কিছুদিন পর লোকটি বলে আগোরা থেকে চাল কিনে আনো, ওরা ফেস্টুন টাঙিয়েছে, নাজিরশাইল ৩২ টাকা করে।
আরে সেইটা ভালোটা না, দুই নাম্বারটা।
আরেকদিন লোকটি বাসায় এসে বলে নাজিরশাইল নাকি সবচে ভালোটা ৩৬টাকা?
আরে না, দোকানদার আমাকে ঠকাবে না। সে আমার কাছ থেকে কমই রাখে। গিয়ে দেখো হয়ত চাল দুইনম্বরটা কিনেছে।
কী যে বলো যে মাস শেষে বেতন পায় ৫০হাজারটাকা সে খায় দুইনম্বর চাল! আর আমরা অর্ধেকও পাই না খাই একনম্বর! ঠিক আছে তুমি তাহলে দুই নম্বরটাই এনো।
অথবা সস্তা কোনও চাল এনো।
পরেরবার বাজারে মহিলা ২৮নামের চালটি আনে ২৮টাকা দামে। কিন্তু এক বেলা খেয়েই সাদদের সবার অবস্থা খারাপ। চালটা মোটা চাল। বাড়ে কম।
তবু কেজিতে ১২টাকা সেইফ ভেবে খেতে চায়।
ক্রমে ক্রমে রহস্য খুলতে থাকে। লোকটির বড়ভাই নাজিরশাইল চাল আনে ৩৪টাকা করে। এবার মা চুপ থাকতে পারে না। বলে দেয় আসল রহস্য।
সে আসলে চাল এনেছিল ৩২টাকা করে। মিথ্যে বলেছে।
তাই নাকি! তাহলেতো নাজিরশাইলই ভালো! এতোকষ্ট করে আটাশ খাবো কেন? মাত্র চারটাকা পার্থক্য।
কিন্তু আটাশটাতো শেষ হতে হবে... ...
কেন তুমি মিথ্যে কথাটা বলতে গেলে।
তোমাকে যে সব হিসাব দিতে হয়।
আমার বাইরে গেলে কতকিছু খেতে ইচ্ছেকরে.....
চুরি করলা তুমি, সাফার করলাম আমরা সবাই। মহিলারা বাজারের টাকা বাঁচিয়ে অনেককিছুই করতে চায়, কর্যাণের জন্য। এমনই কল্যাণের নমুনা।
সাদ এর চাচীও নিজে বাজার করে। চাল ৪কেজির এনে বলে ৫কেজি।
৩৪টাকা মাইর। সেটা দিয়ে এটাসেটা করে। ......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।