নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।
মাটির নিচে সুড়ঙ্গ খুড়েঁ সোনালি ব্যাংকের ষোল কোটি টাকা চুরি করল এক বেয়াক্কেল চোর! চোরটাকে বেয়াক্কেল বলছি এই কারণেই। তার কাণ্ডজ্ঞান থাকলে বুঝতে পারতো। মাটির নিচে সিঁধকেটে চুরি করলে সময় লাগে দুই বছর, আর ধরাখেতে সময় লাগে ৭২ঘন্টা। কিন্তু মাটির উপরে দাড়িয়েঁ চুরি করলে ধরাপড়ার সম্ভবনা নেই বললেই চলে। শুধু সাথে নিতে হবে এমপি-মন্ত্রীদের। দেখছেন না, হলমার্ক চোরদের কেউ ধরাতো খেলই না, বরং তাদের পক্ষে উল্টা অর্থমন্ত্রী কেমন সাফাই সাক্ষীদিয়ে বলছেন: তিনহাজার কোটি টাকা এমন কোন টাকা নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।