আমাদের কথা খুঁজে নিন

   

চলার পথে

মেঘের দেশের মেঘবালিকা, মেঘের ছোঁয়ায় সূর্য ঢাকা

বহুদিন পর আজ ব্লগে ঢুকলাম। খুব ইচ্ছে হল....তাই লিখলাম ও। আমি কবি ও নই, সাহিত্যিক ও নই। তাই ইচ্ছে করলেও নিজের কল্পনার রাজ্য টাকে খুব বেশি বড় করতে পারি না। পারি না কথাটা কিছুটা ভুল।

পারি, কিন্তু সেটা প্রকাশ করার সাহস পাই না। তাই বাস্তবে দেখা ঘটনা লিখতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করি। যাই হোক, কথা না বাড়িয়ে যা বলতে মন চাইছে তা বলে ফেলি। দুই বান্ধবী হলে ফিরছিলাম। হঠাৎ দুটো পিচ্চি টোকাই কোথা থেকে এসে একেবারে জোঁকের মত ছেকে ধরল..."আফা, দুইডা টাকা দেন না.." প্রায় সময় ই এদের দেখা যায়।

খারাপ ও লাগে। কিন্তু ওই খারাপ লাগা পর্যন্তই। সেই দুইটা টাকা দেয়া হয় না বেশির ভাগ সময় ই। পাশের বান্ধবীটা হঠাৎ একটা পিচ্চিকে দুইটা টাকা দিল। ২য় পিচ্চিটা করুণ চোখে আমার দিকে তাকাল।

এইবার খারাপ লাগাটা সীমা ছাড়িয়ে গেল। দুইটা টাকা বের করে পাশের পিচ্চিটাকে দিলাম। তখন হঠাৎ করেই প্রায় ছয় বছর আগের এক ঘটনায় চলে গেলাম। প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলাম। রাত হয়ে গিয়েছিল।

কারেন্ট ও ছিল না। ওই অন্ধকারের মাঝে একটা গাড়ির হেডলাইটের আলোতে আমি কয়েক সেকেন্ডের জন্য একটা দৃশ্য দেখেছিলাম। ছোট একটা বাচ্চা(কাজের ছেলে বুঝাই যায়) রাস্তার পাশে বসে আছে। তার সামনে কয়েকটা ভাঙ্গা ডিম। ঘটনা কি ঘটেছে সাথে সাথেই বুঝে নিলাম।

অন্ধকারে ধাক্কা লেগে ডিম গুলো পড়ে ভেঙ্গে গিয়েছিল। মালিক কে কি জবাব দিবে সেই ভয়ে বাচ্চাটা সেখানেই বসে ছিল। কয়েক সেকেন্ডের ওই দৃশ্যটা আমাকে এতটা ধাক্কা দিয়েছিল…..ইচ্ছে হচ্ছিল আর কিছু না পারি, অন্তত বাচ্চা ছেলেটার পাশে গিয়ে আমিও বসে থাকি। ওকে একটু সাহস দেই। তখন হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যেতাম, আবার হেঁটে হেঁটে-ই আসতাম।

সাথে কোন টাকা থাকত না। এখন হয়তো ওই সামান্য কয়টা ডিম কিনে দেয়ার টাকা আমার সাথে থাকে। কিন্তু ওই বসে থাকা ওই অসহায় বাচ্চাটাকে আজো ভুলতে পারি নি। আজো কতো অসহায় মুখ চলার পথে দেখি। কাউকে হয়তো দু-চার টাকা দেই, কাউকে দেই না।

পরে আবার কষ্ট লাগে, কেন দিলাম না কিছু এই ভেবে। তারপর ও জানি আমার এই দিতে না পারার কষ্ট ওদের না পাওয়ার কষ্টের কাছে কিছুই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।