আমারে তুমি অশেষ করেছো
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা-
আনমনা যেন দিক্বালিকার
ভাসানো মেঘের ভেলা।
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
সকালে ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা।
যে বাতাস নেয় ফুলের গন্ধ,
ভুলে যায় দিনশেষে,
তার হাতে দেই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে ।
লক্ষবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়,
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা।
View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।