আমাদের কথা খুঁজে নিন

   

চলার পক্ষপাতি ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

আমি আর থামতে চাইনে, চলার পক্ষপাতি_ ধরতে চাইনে কে বলেছে ? ধরবো প্রজাপতি ; লাভ আর ক্ষতির ভোগ বিলাসে ভেঁসে_ স্বল্প সুখের আলোয় ভাঁসি, নূব্জ্য ভালোবেসে ; বলব বলেই মুখ খুলেছি, স্তব্দ জনালয়_ বিষম ত্রাসে কাঁপছে বিকেল, মৃদু মন্দ লয় ; যাতনারা প্রেরনা হয় এবং হবেই হবে_ চলার দিকেই যাত্রা আমার, লাভ কি মিছে ভেবে ? জুঁই যবে ছোঁয় কাশের কেশর, ধূসর নীলাভতা_ আমার জন্য, আমিই আমার, পরম নির্ভরতা । রোষে উঠলে কথার কালি, অবুঝ কথার ভীড়ে_ কি দেখাবো ? তখন নিরেট সময়ের বুক চিড়ে ! আমি ছিলাম, যেমন আছি, যেমন রবো পরে_ সবটুকুই তো জীবন আমার সাজানো থরে থরে ; মায়ার মাল্যে জড়াবোই না আর কেবল নিজের মতো_ শল্যবিদের লব্দ সাধনায়, সারিয়ে তুলবো ক্ষতো ; একফোটাও আর জল ছোঁবনা, ঘামের গন্ধ বিনে_ উড়তে থাকবো, উড়াল দেবো, সন্ধ্যা মুখর দিনে ; জয় শিরোনাম পুরান বুলি, নতুন ছন্দ সুরে_ চলতে থাকবো থামবোনা আর, দুষ্ট নষ্ট নীড়ে ; ফিরবোনা আর, ফেরার মতোন তেমন কারো কাছে_ সারাটা বেলা হাটবোই, হাটবো নিজের ছায়ার পিছে ; মাধবীলতা পেচিয়ে ধরেছে, বাঁচিয়ে তুলা সময়_ মধ্য দুপুর কেউ কোথা নেই, টুটে গ্যাছে সব ভয় ! জিততে চাইনে কে বলেছে ? পেয়েছি প্রজাপতি_ আমি আর থামছিই না, চলার পক্ষপাতি ! লিখন জুলাই-০১.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।