আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ভালবাসা



যখন আমার বুক জুড়ে তোমার ভালবাসা আমি শিক্ত হয়েছিলাম আনন্দে, সবুজেরা গুটি গুটি পায়ে ছড়িয়েছে রং হঠাৎ বদলে গেলে অকারন । ভেবেছিলে সব সবুজেরা মরে যাবে আমি হয়ে যাব ধুধু প্রান্তর, চেয়ে দেখ আমার আস্তরনে হয়ে গেছে সে নিরেট তোমার কারনে । সবুজেরা আজও আছে বিবর্ন শুধু তোমার মৃত্যু টের পায়নি কোনো কর্ন, আমি নেইনি ভালবাসা তোমার থেকে তুমি পেয়েছো অনেক বেশী । বিশ্বাসের চোখে আঙ্গুল দাও আমার গভীরে লুকিয়ে আজও ভালবাসা নাও, হে বৃষ্টি তুমি আজও জানলেনা ! মাটির হৃদয়ে তুমি লুকিয়ে কতটা । তুমি ছুঁয়েছ তাকে উপর থেকে শিক্ত হয়েছে সে গভীর ভাবে, মাটিতো সব জেনে শুনে তোমায় রেখেছে ধরে গোপনে। আবার হয়তো আসবে ফিরে কোন এক স্বার্থপর ক্ষনে, ভালবাসার টাপুর টুপুর গানে ঝড় তুলবে প্রকৃতির প্রানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.