নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মটবিতে শুক্রবারে র্যাবের সাথে সহিংসতায় গুলিবিদ্ধ জামাত কর্মী কোরবান আলী ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে। এ নিয়ে নোয়াখালীতে সহিংসতায় মৃতের সংখ্যা ৪ জন ।
মানবতা বিরোধী মামলায় জামায়াত ইসলামীর নায়েবে আমীর দেলয়ার হোসেন স্ঈাদীর ফাঁিসর রায় ঘোষনার পর বৃহস্পতিবার দুপরে নোয়াখালীর মাইজদীর দত্তের হাট ও বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে মাইজদীতে খোকন নামে এক ট্রাক হেলপার এবং বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নে লিটন নামে অপর এক মাছ বিক্রেতা মারা যায়। এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন নামে আরো একজন শুক্রবার মারা যায়।
গত কাল (শূক্রবাব) নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার মটবি গ্রামে র্যাবের গুলিতে কোরবান আলী নামে এক জামায় কর্মী আহত হলে র্যাব তাকে চিকিৎসার জন্য কুমিল্লায় মেডিকেল হাসপাতালে নিয়ে যায় পরে তার অবস্থা অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল নিলে সে মারা যায় । এ ব্যাপারে র্যাবের ডি এ ডি জসীম উদ্দিন বাদী হয়ে বিস্পরক আইনে অর্ঘাত ৫/৬ লোকের বিরুদ্ধে সোনাইমুডি থানা মামলা দায়ের করে।
এছাড়া শুক্রবার সকাল থেকে নোয়াখালীর সোনাইমুড়িসহ বিভিন্ন স্থানে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হওয়া ও করার গ্রেফতার প্রতিবাদে আজ (শনিবার ) সকাল থেকে আধাবেলা হরতাল আহবান করে নোয়াখালী জেলা জামায়াত।
এদিকে সোনাইমুড়ি উপজেলায় শুক্রবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা করেছে প্রশাসন।
নোয়াখালী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৬ জন জামায়াত শিবির কর্মী কে আটক করে।
জেলা শহর মাইজদিতে পুলিশ বিজিপি টহল দিতে দেখা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।