আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে সংবাদপত্রবহনকারী গাড়ি ভাঙচুর

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, সংবাদপত্রের গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের ডাকে আজ রোববার আধাবেলার হরতাল পালিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ছয়টার দিকে জেলার সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় সংবাদপত্রবহনকারী একটি গাড়িতে ঢিল ছোড়েন হরতালকারীরা। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। এ ছাড়া সকাল সাড়ে সাতটার দিকে সেনবাগের ছমিরমুন্সীরহাট বাজারে সংবাদপত্রবাহী আরেকটি গাড়িকে প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন শিবিরকর্মীরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে গাড়িটি জেলা সদরে পৌঁছে।


অন্যদিকে, সকাল থেকে জেলা শহরের রশিদ কলোনিসহ বিভিন্ন গলির মুখে শিবিরকর্মীরা বিক্ষিপ্তভাবে পিকেটিং করেন। এ সময় তাঁরা রশিদ কলোনিতে একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করেন হরতালকারীরা।
এদিকে, হরতালের আগের রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের সাতজন ও ছাত্রশিবিরের সাতজনসহ ১৪ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে।


গাড়ি ভাঙচুরের বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী প্রথম আলো ডটকমকে বলেন, সংবাদপত্রবহনকারী যে গাড়ি ভাঙচুরের কবলে পড়েছে, সেটি অনেক ভোরে। তখনো পুলিশ বাজারে গিয়ে পৌঁছেনি। তবে অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.