নোয়াখালীর বিনোদপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ১ জন। আজ সোমবার ভোরে গোডাউন এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ ভোরের দিকে বিনোদপুরের গোডাউন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সন্দেহে স্থানীয়রা ৩ জনকে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হন। গুরুতর আহত হন ১ জন। আহত ব্যক্তিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।