আমাদের কথা খুঁজে নিন

   

ফখরুলকে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগ করে বলেছেন, বিএনপির হরতালের কারণে এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে। এখন উল্টো দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে উপহাস করছেন। এ জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, গতকাল ফল প্রকাশের পর মির্জা ফখরুল রবীন্দ্রনাথের একটি কবিতার কথা উল্লেখ করে উপহাস করেছেন। তিনি বলেন, ‘এতে করে পরীক্ষার্থীদের প্রতি পরিহাস করা হয়েছে। যেখানে তাঁর দুঃখ প্রকাশ করা উচিত ছিল, সেখানে তিনি এ তামাশা করলেন।’
শিক্ষামন্ত্রী আবারও দাবি করেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে এ বছর এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একই দাবি করেছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.