বৃহস্পতিবার ফখরুলের আগাম জামিনের আবেদনের শুনানি করে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি জি এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব মামলায় পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে বলেছে আদালত।”
গাড়িতে বোমা মেরে মানুষ হত্যার উস্কানির অভিযোগে পল্টন, শাহবাগ ও রমনা থানায় এই তিন মামলায় আগাম জামিন চাইতে বেলা সাড়ে ১১টার দিকে হাই কোর্ট প্রাঙ্গণে আসেন মির্জা ফখরুল, গত বেশ কিছুদিন ধরে যাকে প্রকাশ্যে দেখা যায়নি।
সুপ্রিম কোর্ট বার ভবনে একজন আইনজীবীর কক্ষে বেশ কিছু সময় অবস্থান করার পর তিনি শুনানিতে হাজির হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।