আমাদের কথা খুঁজে নিন

   

হরিদাস পাল বলছি...

অতি সাধারণ একজন....

আমার নাম হরি ভাই। ব্লগে এসেছি এখনো ৬ মাসও হয় নি। তবে ব্লগীয় বয়স কম হলে কি হবে, সব সময় একটা মুরুব্বী মুরুব্বী ভাব নিয়ে ঘুরি। কেউ পাত্তা দিলো কি দিলোনা সেটা ব্যাপার না। আফটার অল আমি হরিদাস পাল।

কারো পাত্তা দেওয়ার উপর কি হরিদাস পালের কামকাইজ নির্ভর করে? যাই হোক। আমি প্রথম প্রথম কিন্তু বেশী মুরুব্বীগীরি করতাম না। মুরুব্বীগীরি শুরু করেছি একটা পর্যায়ে এসে। কোন পর্যায়ে এসে শুরু করেছি? নাহ। এটা বলব না।

মুরুব্বীগীরি করবোনাই বা কেনো? আমি তো এখন বেশ সেলিব্রেটি একজন ব্লগার। তাই না? ব্যাক্তিজীবনে আমি যাই হই না কেনো, পারফেক্ট হরিদাস পালের মতো প্রতিনিয়ত ব্লগে আমি সুশীল ভেক ধরে চলি। কিন্তু শালার কিছু ব্লগারের হাত থেকে শেষ রক্ষা হয় নি। ধরা পড়ে গিয়েছিলাম। আমি যে ছাগু সেটা ঠিকই প্রকাশ হয়ে গিয়েছিলো।

প্রকাশ হওয়ার পরে কি আমার ছাগুত্ব থেমে গিয়েছিলো? না। বরং ল্যাঞ্জা লুকাতে ব্যাপক পিছলা পিছলি শুরু করেছিলাম। যারা আমার ল্যাঞ্জা প্রকাশ করে দিয়েছিলো তাদের পচাইয়্যা পোস্ট দিয়েছিলাম। পোস্ট দেবোনাইবা কেনো তারা আমার ল্যাঞ্জা ধরে সারা ব্লগ ঘুরাইলো, তাদেরকে এমনি এমনি ছাড়বো! যাই হোক উইকিলিক্স-এর আদলে দোওয়া ঐ পোস্টে বেশ ভালো ভাবে ম্যাৎকার করেছিলাম। আমার ল্যাঞ্জা আছে অতএব আমার ুন্দকেরও ল্যাঞ্জা আছে; এটাই ছিলো ঐ পোস্টের থিম।

কিন্তু মডুরা আমার পোস্ট সরিয়ে দিয়ে আমাকে বানিয়ে দিলো জেনারেল। জেনারেল হওয়ার পরও হরিদাস পালরা থেমে থাকে না। আমিও থেমে থাকিনি। আমার অন্য পোস্টের কমেন্টে ঠিকই আমার ল্যাঞ্জা লুকানোর চেষ্টা করছি। যেমন বিভিন্ন কমেন্টের আনসারে বলছি- কিছু পার্ভার্টরে নিয়া ফালতু একটা পোস্ট দিছিলাম রাগ কইরা।

আশা করি ওই ভন্ডগুলা সম্পর্কে জানেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার হরিদাস পালত্ব এখানেই শেষ। জ্বিনা মশিয়ে। হরিদাস পালত্বের দেখেছেন কি? যে আমাকে গুতায় তাকে কি এভাবে ছেড়ে দিবো? কক্ষনো না। আমি বিভিন্ন যায়গায় ফোন করেও বলে বেড়াচ্ছি ঐ পুন্দক ব্যাটারা খুব খ্রাপ, অতি শয়তান, দ্যাশের শত্রু ইত্যাদি ইত্যাদি।

সুযোগ পেলে ওগোরে কিন্তু উপদেশ দিতেও পিছপা হচ্ছি না। যেমন বলছি ঐ ব্যাটা আজকে অন্যদের সাথে না মিশে আমাদের সাথে মিশলে আমার মতো বুজুর্গ আর জ্ঞানী হতে পারতো। দেখেছেন আমার বুদ্ধি? সাধে কি আর আমি হরিদাস পাল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।