আমাদের কথা খুঁজে নিন

   

একটা গালি..................

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ যেই গালিটার কথা বলবো সেটা হলো, "শুয়োরের বাচ্চা"........... অন্যধর্মে এ ব্যাপারে কি বলা আছে, তা আমি জানি না। তবে কোন মুসলিম যদি আরেকজন মুসলিমকে "শুয়োর" বলে গালি দেয়, তাহলে সেই গালিদাতা ব্যাক্তির ২০,০০০ নেকী কাঁটা যায়। শুধুমাত্র "শুয়োর" বলাতেই ২০,০০০ নেকী কাঁটা যায়, তাহলে "শুয়োরের বাচ্চা" বলে গালি দিলে না জানি আরো কত হাজার হাজার নেকী কাঁটা যায়................. এবার আমি আমার নিজের মজার একটা কথা বলি............... গালাগাল করলে যে কারোরই মেজাজ খারাপ হয়। আমারও হয়। কিন্তু কেউ যদি আমাকে "শুয়োর" অথবা "শুয়োরের বাচ্চা" বলে গালি দেয়, তখন উল্টো আমার আরো হাঁসি পায়। মনে মনে ভাবি, "আহারে শালা বেকুব, কত্ত বড় একটা লস কইরা ফেললি নিজের। কেয়ামতের দিন নাকি একটা নেকীর জন্যই হাহাকার শুরু হয়ে যাবে, আর তুই বেকুব নিজের হাজার হাজার নেকী নষ্ট করলি শুধুমাত্র একটা কথা দিয়া..............." Shame on you, গালিবাজ.............  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.