আমাদের কথা খুঁজে নিন

   

আসেন চার পাঅলা প্রানীগুলারে চিনা লই, দেখলেই যেনো বুঝতে পারি কোনটা ভীমের মত কামড়াইবো আর কোনটা আদর কইরা [একটি 'প্রানীবীয়' বাক্কাস পুস্ট ]

ভুল করে ইঞ্জিনিয়ার হয়া গেছি, এরচে' বাংলায় অনার্স পড়তাম! :(
১। Affenpinscher: চেহারাঃ বান্দরের লাহান। চাপার জোরঃ দূরবল। সিদ্ধান্তঃ ঝেড়ে দৌড় না দিলেও চলব। ২।

Afghan Hound: চেহারাঃ পুরাই ক্লাউন। চাপাঃ একটু মনেহয় জোর আছে। সিদ্ধান্তঃ সমঝে চলেন, ক্ষেপাইয়েন না, শরীরে হাউন্ডের রক্ত আছে। ৩। African Boerboel: চেহারা ত ঢাকাইয়া মাস্তানের লাহান।

শিকার ধইরা আনা যখন এর কাজ, কামড় দিলে মনেহয় খবর আছে। ৪। Alaskan Malamute: নিরাপদ দূরত্‌ব বজায় রাখিবেন। ৫। Belgian Malinois: একবার ধরতে পারলে বুঝবেন ইঞ্জেকশন কয়টা লাগে! ৬।

Bloodhoundঃ সাত নম্বর হাল্কা বিপদ সঙ্কেত!! ৭। Doberman Pinscherঃ ১০ নম্বর তীব্র বেগে পলায়ন সঙ্কেত!!! ৮। English Toy Spanielঃ লাল্টু মারকা। কোলে নিয়া আদর করেন আর চিমটি কাটেন, কিছু কইবনা। মা বাপের ভদ্র সন্তান।

৯। German Shepherd Dogঃ দেখা মাত্রই ভাগল্পুর যাত্রা না করিলে অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্তির জন্যে আমাকে দায়ী করা যাইবেনা ১০। Greyhoundঃ ছবি দেখাইলাম, বাকি আপ্নের ইচ্ছা এইবার আমার বিড়াল টারে এক্টু দেখেন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.