আমাদের কথা খুঁজে নিন

   

::::সামহোয়ার ইন ফটো-ওয়াক::::

::::: দেখবো এবার জগতটাকে :::::
অতি শর্ট নোটিশের আয়োজন। গতকাল বিকেলে খেয়াল চাপলো। শুক্রবার ফটোওয়াকে যাব। ফুন লাগাইলাম প্রথম ফ্লিকারে সামহোয়ার ইন ফটোগ্রাফার গ্রুপের ক্যামেরাম্যান ভাইকে। এর পরে কালপুরুষদা’কে।

কিন্তু রাতে ঘুমুতে যাবার সময়েও বুঝতে পারি নাই ইভেন্টটা হবে কি না। সকাল ৭টার সময়ে কালপুরুষ’দা ফোন করে উঠিয়ে দিলেন। শুক্রবার ১১টার আগে উঠার অভ্যাস নেই। শুনি উনারা নাকি রওনা হয়ে যাচ্ছেন। তারা তারি ব্যাগ গুছাতে গিয়ে দেখি ক্যামেরা’তে চার্জ নেই একফোঁটা।

চার্জার লাগিয়ে কফির কেটলি চাপালাম। সাথে সাথে ভোর বেলাতেই কারেন্ট বললো খোদা হাফেজ। অজ্ঞতা চার্জ ছাড়া ক্যামেরা নিয়েই বেরুলাম। গিয়ে বসে থাকতে থাকতে যখন খিল ধরলো পায়ে হাঁটা হাঁটি করছি। হঠাত দেখি কখন যেন সবাই এসে হাজির।

প্রথমবার আলাপ হলো রাষ্ট্রপ্রধান, হানি, বালকের সাথে। সাথে আরো ছিল মুলধারার ফটোগ্রাফার (অল্পদিন সামহোয়ারে ব্লগার) রুদ্র নীল। যাই হোক ছবি মোটামুটি একই সবার, শুধু ২০ আর ২১। রাষ্ট্রপ্রধান ইতিমধ্যেই সব দিয়ে দিয়েছে। তাও চর্বিত চর্বন।

গুন্ডা গয়ালের পাসপোর্ট সাইজ ছবি (গয়ালঃ গাউর, বন গরু, পাহাড়ী গরু বা ইন্ডিয়ান বাইসন) গয়াল ইন একশান। পোজিং সেসনঃ সামনে ক্যামেরাম্যান আর পিছে বালকের ছবি তুলতেছে রাষ্ট্রপ্রধান। এইগুলানরে কয় ফ্লেমিংগো। মোরা আর জনমে, হংস মিথুন ছিলেম। এইগুলান পেলিক্যান।

দেখসোস, আমার কত্ত বড় ডানা আছে! ফলোয়ার! কিশোর, মুসা আর রবিন। ইসমার্ট পাখি। কুল হেয়ার কাট! রাষ্ট্রপ্রধান ইন একশান! ছাগুদের আসতে মানা করা হয়েছিল, নিষিদ্ধ ছিল ভাদা, পেলাম গিয়ে নিঃস্বঙ্গ এক গাধা। কেউ যদি আগ্রহ নিয়া পড়েন, তাইলে তেনার জন্যে একটা ধাঁধা। কন তো এইটা কোন প্রানী? ।

। । । । ।

। । । । ।

। । । । ।

। । । কুকুর? । ।

। । শিয়াল? জ্বী না এইটা কলা বাদুর।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।