গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
রসজ্ঞ সাহিত্যক সৈয়দ মুজতবা আলী তার একটি রচনায় ‘ডিকশনারী’ বোঝাতে মজা করে ‘দিকসুন্দরী’ শব্দটি ব্যবহার করেন (এই মুহূর্তে বইটির নাম মনে নেই)। আমি এখানে তার অনুকরণে ‘দিকসুন্দরী’ শব্দটি ব্যবহার করছি।
সামহোয়ার ইন ব্লগ বাংলা ভাষার সবচে’ বড় ব্লগ সমাজ। বড় সমাজ তাই বাসিন্দাও বেশি, ঘটনাও ঘটে বেশি।
বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে বাসিন্দা তথা ব্লগারদের দ্বারা বিভিন্ন ধরণের পরিভাষা সৃষ্টি হয়েছে। কোনটি মূল শব্দের অন্য অর্থ থাকলেও এখানে কাছাকাছি কোন ভিন্ন অর্থ বোঝায়, কোনটি কোন শব্দের সংক্ষিপ্ত রুপ, কোনটি পুরো একটি বাক্যের সংক্ষিপ্ত রুপ, আবার কোনটি একেবারেই নতুন শব্দ। প্রায়ই এরকম নতুন নতুন শব্দ বা শব্দমালা সৃষ্টি হচ্ছে। এগুলো একান্তই ব্লগীয় শব্দ। যেমন সামহোয়ার হয়ে গেছে সামু ব্লগ, সম্প্রতি জনপ্রিয় হওয়া বাক্য হল ‘ভয়ে আমার হাত পা…’ ইত্যাদী ইত্যাদী।
সামহোয়ারের একজন ব্লগার জিগ স ওরফে নোবেলজয়ী ওরফে “ডিজিটাল বয়াতী” উলঙ্গ এসব পরিভাষা নিয়ে একটি সংকলন তথা ডিকশনারী তথা দিকসুন্দরী রচনা করেছেন। আমি জিগসের সমর্থনে দিকসুন্দরী 4.0 ভার্শনটির পিডিএফ ফাইল তৈরি করি। আপনারা এখান হতে সরাসরি ফাইলটি ডাউনলোড করতে পারেন। আর নোবেলজয়ীর মূল ডিকশনারীটি। যেহেতু প্রায়ই নতুন নতুন শব্দ ব্লগ পরিভাষায় যুক্ত হচ্ছে তাই জিগ্ সকে অনুরোধ সংকলনটি নিয়মিত আপডেট করুন (উনি এখন ব্লগে সময় কম দিচ্ছেন)।
অন্যান্য ব্লগাররা এই কাজে করতে পারেন। আপনারা যদি কোন শব্দ বা শব্দমালা দিকসুন্দরীতে যোগ করতে চান তবে নোবেল জয়ীর মূল পোস্টটিতে বা এই এইখানে বা এই পোস্টটিতে মন্তব্য দেবেন। সামান্য শর্ত রয়েছে- ১. শব্দটি অল্প স্বল্প হলেও প্রচলিত হতে হবে (নইলে সবাই ইচ্ছা মত শব্দ যোগ করতে চাইবে)। ২. সূত্র দিতে হবে। এই ব্যাপারে জিগ্ সই সিদ্ধান্ত নেবেন।
নতুন ব্লগাররা ওই শব্দের মানে না জানার কারনে প্রায়ই হোচট খায়, তাদের বিশেষ উপকারে আসবে আশা করি। আপনাদের মতামত কাম্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।