আমাদের কথা খুঁজে নিন

   

একটা শিশুতোষ গল্প


শ্রীলঙ্কার এক গ্রামের একটা ছেলে । হঠাৎ তার মাথায় আজব এক খেয়াল চাপলো! সে ভাবলো, আল্লাহ কি সত্যি আমার সবকিছু কন্ট্রোল করেন! দেখি একটা পরীক্ষা করে! ছেলেটা পন করলো, পুরো একদিন সে কিছুই খাবেনা । দেখি আল্লাহ কি করে তাকে খাওয়ান! খুব সকালে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে দরজা বন্ধ করে বসে রইলো । কিন্তু ছেলেটার মা এসে খেতে ডাকতে লাগলো! ও তার মাকে বললো, আমি খাবোনা মা! আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়, দেখে নেবো আজ! মা অনেক চেষ্টা করলো এরকম বোকামি পন ভাঙাতে । কিন্তু সে নাছোড়বান্দা ! সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল ! মা টা তো জ্বালিয়ে মারলো! অনেক সাধাসাধি করলো খেতে ।

অনেক মজার রান্না করলো ছেলের জন্য !কিন্তু ছেলে কিছুতেই খাবেনা । একসময় মায়ের যন্ত্রণায় বিরক্ত হয়ে বাড়ি থেকে বাইরে চলে গেলো । অনেক দূরে এক মাঠের মধ্যে গাছের নীচে বসে রইলো মুখ গোমড়া করে ! মা-ও খুজে খুজে সেখানে হাজির । আদরের ছেলে না খেয়ে আছে! মায়ের মনে কি আর শান্তি থাকে । তিনি খাবার রেখে দিলেন ছেলের পাশে ।

যদি ইচ্ছে হয় , হয়তো খেয়ে নেবে । নাহ! খেলো না সে । গাছের ডালে উঠে বসে রইলো । ধীরে ধীরে রাত নেমে এলো । এমনসময় একদল ডাকাত যাচ্ছিলো ওই পথে! ডাকাতরা ঠিক ওই গাছের নীচ দিয়ে যাবার সময় ডাকাত সর্দার খেয়াল করলো সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে ।

তারা খুজে বের করলো খাবারের পাত্র! কিন্তু আশেপাশে তো কেউ নেই । চিন্তায় পড়ে গেলো ডাকু সর্দার । খাবার দিয়ে কেউ আবার তাদের ধরতে ফাঁদ পাতে নি তো! সর্দার তার শিষ্য ডাকুদের হুকুম দিলো ভালোমত খুজে দেখতে । হঠাৎ এক শিষ্য গাছের ডালের আড়ালে ওই ছেলেটাকে দেখে ফেললো। ডাকুরা মিলে টেনে নামিয়ে আনলো ওকে ।

খাবারের পাত্রটা সামনে এনে বললো, ওই ব্যাটা, এই খাবারে বিষ মিশিয়ে এখানে রেখে দিসিস, না ? যেন আমরা খেয়ে ধরা পড়ি ? ছেলেটা তো তাজ্জব হয়ে গেলো এমন কথা শুনে । সে খুব অস্বীকার করতে লাগলো! নাহ, এতে বিষ নেইঁ!!!! কিন্তু ডাকু সর্দার বললো, তুই তাহলে এক মুঠো খা আগে! মহাবিপদে পরলো ছেলেটা । সে বললো , না না আমি খেতে পারবোনা ! এ কথা শুনে সর্দার তো আরো সন্দেহ বেড়ে গেলো ! নিশ্চয়। ই খাবারে তাদের জন্য ফাঁদ পাতা ছিলো । ডাকুরা আচ্ছামত পিটুনি দিতে লাগলো ছেলেটাকে ! বললো, এই খাবার ভালো কিনা, তুই খেয়ে দেখা! ছেলেটা তখন খুলে বললো, যে আল্লাহ সব পারেন কিনা পরীক্ষা করতে সে না খাবার পণ করেছে! কিন্তু ডাকুরা কি আর সে কথা বিশ্বাস করে! তখন বাধ্য হয়ে ছেলেটা একমুঠো খাবার খেয়ে ফেললো ! খাবারে বিষ নেই নিশ্চিৎ হয়ে ডাকুরা ওখান থেকে চলে গেলো... গল্পটা এখান থেকে নেয়া : Sinhala New Muslims Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.