বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ছাত্রাবাস উদ্ধারের দাবিতে মিছিলকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মী-সমর্থকরা। এতে কমপক্ষে ৭/৮ আন্দোলন কর্মী আহত হয়েছে।
জানা গেছে, জবি বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে দুপুর ১২টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে পৃথক মিছিল করে। ক্যাম্পাসে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের জাকির গ্রুপের কর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, হল আন্দোলনকে নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো সংগঠনকে দায়িত্ব দেয়া হয়নি। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৭ জানুয়ারি বেদখল ১২টি হল পুনরুদ্ধারের দাবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেদিন পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ শতাধিক আহত হন। ১০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন এবং তিন শতাধিক শিক্ষার্থীর নামে মামলা করে পুলিশ।
আন্দোলনের দুই বছর পার হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছর এই দিনে হল উদ্ধারে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।