পুলিশের হামলার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হলসহ আরও ১০টি হল উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। হামলায় জড়িত পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তারা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।