আমাদের কথা খুঁজে নিন

   

বাইরে ফিটফাট ভিতরে সদর ঘাট

রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি

রাস্তায় দাড়িয়ে মিরপুরের ক্রিকেট স্টেডিয়াম টা দেখলে বড় ভাল লাগে, আসে পাসের রাস্তাঘাটের পরিবর্তন দেখেও বোঝা যায় কোন এক মহাযজ্ঞ আসছে। স্টেডিয়াম চারদিকে দেওয়াল তোলা হয়েছে তাতে লাগানো হয়েছ বিসিবি র প্রতীক শোভিত সুদৃশ্য টাইল্স, ঢোকার গেট করা হয়ছে নতুন করে কিন্তু এই গেট পেড়িয়ে স্টেডিয়াম চত্তরে ঢুকলে চমকে উঠবেন, এত কিছুতে এত পরিবর্তন অথচ স্টেডিয়ামের নিচে ফার্নিচারের দোকানগুলো আছে আগের মত চারিদিকে সব ফার্নিচার ছরান ছিটান হায়! একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের কথা বিসিবি অনেক আগে থেকে বলে আসছে যা হবে ক্রিকেটির সেখানে অন্যকিছু থাকবেন অতচ এই বিশ্ব কাপের আগেও তারা টাকার লোভ সামলাতে পারলোনা ফুটপাতের দোকান ভাঙ্গা খুব সহজ স্টেডিয়ামের দোকান সরানোর চেয়ে হায় বাংলাদেশের প্রশাসন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।