আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শের বাইরে

স্পর্শের বাইরে তুমি , নীরবতায়, জোছনায়; শিহরনের ছাঁপটুকু, কোনো দিনও মুছো না! সপ্তর্ষিমন্ডলে লুকিয়ে তুমি আনমনে, নিকষ কালো শর্বরী আমার, কাটে, প্রবল কম্পনে! তোমার মুগ্ধ চাহনি পরে, নির্বাক, শীতল ছায়ায়; আচমকা বিদ্যুৎ খেলে যায়, আমার, নিষ্প্রান কায়ায়। ওগো প্রভাকর, জ্বালো আঁধারে, স্বর্নালী দিশারী; তুমি থাকো কোন গগণে, চেয়ে দেখি সপ্তর্ষি! চাঁদের সাথে গল্পে মেতে, দেখি অগ্নি-কুন্ডলী; আগ্নেয়গিরির ধ্বংষ মাতম, কাঁপায় পর্বতমন্ডলী! প্রান পরে আছো বসে, দস্যিপনায় নিলাম শুষে; সপ্নের আভা পূব আকাশে,তোমার আগমনী ধ্বনি বইছে বাতাসে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।