১৯৯৩ আজ মন চেয়েছে যাই সিমানা ছাড়িয়ে দূরে কোথাও, যেথায় আছে নিলাকাশ, এঁকেবেঁকে পথ চলা জলরাশি, পাশে সুউচ্চ পাহাড়, পৃথিবীটা আছে সবুজে জড়িয়ে। আর কতদিন এভাবে তুষার ঢাকা পরিবেশে একটা অবয়ব বস্তুর পিছনে ছুটোছুটি করে নিঃশেষ করতে হবে নিজেকে জানিনা পরিত্রান হবে কিনা অবশেষে। মনটা যে সময়ের পরিক্রমায় কখন যেন ধুসর হতে শুরু করেছে বুঝি নাই। বুঝবই বা কিভাবে? যদি ঢাকা থাকি সর্বদায় একটি কাল চিন্তায় । একটা অদৃশ্য কালো ছোবলের ভীতি সর্বদা মনে ছড়ায় আতঙ্ক, শংকা ঢাকা পড়ে, সকল সুপ্ত সুখ-প্রাপ্তী নির্জীব নির্লীপ্ত করে দেয় যত কোমল অনুভুতি। আজ গুংড়ে গুংড়ে কাঁদে এই মন যা ফেলছি হারিয়ে, পাব কি কোন কিছুর বিনিময়ে? বসে ভাবি সারাক্ষন। জীবনের সবচেয়ে মুল্যবান সময়টুকু দানে বাবা-মা আত্মীয়-স্বজন সবাইকে ফেলে পৃথিবীর এই একটি প্রান্তে পড়ে থেকে তুষারবৃত পাথরসম একটি হৃদয় গড়ে কি হবে? যা অর্জিত হবে অবশেষে যদি না ব্যবহার হয় দেশকল্যানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।