শীতের ফুলে ছেয়ে গেছে চারদিক । প্রকৃতির ভাল লাগা এক পরশ নিয়ে দাঁড়িয়ে থাকা ঢাবিও এর বাইরে নেই । কলাভবন, কার্জন সহ হলে হলে ফুলে ফুলে ছেয়ে গেছে । যখনই হলের মাঠে ঘুরি কিংবা বাইরে বের হই দু'পাশ দিয়ে গড়ে ওঠা রঙ-বেরঙে ছেয়ে থাকা বাগান আর হরেক রকম ফুল অন্য রকম এক ভাল লাগা বইয়ে দেয় মনের বাতায়নে । আনমনে উদাসী হয়ে হলের পথ চলি তখন ।
আমার হলের সেই ভাল লাগা ফুল গুলো থেকে কিছু ফুল ( আর এক মাস পরে যাদের আর খুঁজে পাব না । তাদের জায়গা তখন দখল করে নিবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া , জারুল আর সোনালু । ) :
১..
২..
৩...
৪....
৫...
৬...
৭..
৮...
৯...
-------------------------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।