আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানিকে রেপ করার পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল....দুরে থাক কুত্তার পাল........আজ হৃদয় ক্ষতবিক্ষত

বল বীর! চির উন্নত মম শির!

এতোদিন জানতাম ফেলানিকে গুলি করার পর সে কাটাতারের বেড়ায় বেঁধে আটকে ছিল। কিন্তু আজ জানলাম তাকে সেখান থেকে নামিয়ে রেপ করার পর হত্যা করে আবার ঝুলিয়ে রাখা হয়েছিল ওড়না দিয়ে বেধে। ফেলানির বাবা জানান ফেলানি গুলি খাওয়ার পর উনি যখন তাড়াতাড়ি ফেলানিকে নেমে আসতে বলছিলেন তখন বিএসএফ ছুটে আসে , বন্দুক তাক করার পর ভয়ে উনি দৌড়ে সরে যান । দিকভ্রান্তের মতো ছুটাছটি করতে থাকেন। এই সময় থেমে তিনি ফেলানির কান্নার আওয়াজ শুনছিলেন।

আশেপাশের গ্রামবাসী চিৎকার শুনে বেরিয়ে আসলে (হায় বিডিআর!)সবাই মিলে সেখানে এসে ফেলানিকে আর দেখেননি। পরে সবাই ফেলানির বাবাকে সান্তনা দিয়ে বাড়ির দিকে পাঠিয়ে দেন। এই ঘটনার আরও পরে স্থানীয় এক সাংবাদিক ঐখানে ফেলানিকে ওড়না দিয়ে বেধে ঝুলিয়া রাখা অবস্থায় দেখতে পান। ফেলানির নানা জানান তারা ঐলাকায় কাটাতারের বেঁড়ার ঐ পাশে সরিষা ক্ষেতে রক্ত দেখেছেন। একটাই কথা আমার যে সকল মীরজাফরের জারজ সন্তানেরা ফেলানির হত্যাকে চাপা দেয়ার নানা চেস্টা করে যাচ্ছে তারা আমাদের কেউ না,এই বাংলাদেশের কেউনা।

যে সকল শুয়োর আর কুত্তার পালের কাছে ফেলানি হত্যার প্রতিবাদকে বাড়াবাড়ি ঠেকে তারা মানুষ না , তারা প্বথিবীর নোংরা আবজর্না মাত্র। খবরের সূত্র : আজকের আমাদের সময়(২৭/০১/২০১১)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।