এইটা আমার ব্লগ।
ফেলানি
ফেলানিকে ফেলে দেয়া যায়, তবু ফেলতে ফেলতে ফেলানি ফেলনা হয়না।
এই ফেইল্ড স্টেটে, আমরা সব ফেল মারা ফালতু নাগরিক।
কীবোর্ড মৈথুন করতে করতে, হঠাৎ ফাল দেই-যেন আর নয় হেলা ফেলায়
ফালাতে ফালাতে আমাদের কণ্ঠস্বর, জিহ্বা, ঠোঁট শুকিয়ে যায়
চারি দিকে ফেউ ঘোরে, বন্ধুরা বলে, আস্তে। শুনতে পাবে।
তবু না ফেলা পলকে আমি দেখি কাঁটাতারে বেধা ফেলানির ছোট্ট দেহ
যেন বাংলা মা ঝুলে আছে, একটা পতাকা গায়ে পরে-
কাটাতারের খোঁচায়, বুলেটের স্পর্শে ফেলানির ফুলে ওঠা ঘা গুলোতে একটা একটা ফুল ফোটে
একটা একটা রক্তজবা। লাল, রক্তিম, সুন্দর।
ওরা ফেলে দেয় ফেলানিকে। তবু অনেক ফেলতে ফেলতেও ফেলানি ফেলনা হয়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।