প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন এ তিনটি রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা নিয়েছেন তারা।
এই রুটগুলোতে ব্যবহার করা হবে ১৭০ আসনের এমডি-৮৩ এবং ২৫০ আসনের এয়ারবাস-৩১০।
এ বছরের মধ্যে ঢাকা-ইয়াংগুন রুটেও ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান কামরুল।
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট, কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে ইউনাইটেড এয়ারওয়েজ।
অভ্যন্তরীণ সব রুটে (চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল) ফ্লাইট রয়েছে প্রতিষ্ঠানটির।
আর এ সব রুটে ফ্লাইট চালাতে তাদের বহরে রয়েছে একটি ড্যাশ ৮ -১০০, দুটি এটিআর-৭২, চারটি এমডি-৮৩ এবং দুটি এয়ারবাস-৩১০ সহ মোট নয়টি উড়োজাহাজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।