আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক যুগে অ-আধুনিকতার গল্প।।।।।।



কারো মনে দুখ পেয়ে থাকলে ক্ষমা করবেন..।।। নব দম্পতি, চাকুরিজীবি স্বামী, আর্দশ গৃহিনী...যখন এই অবস্থা ঠিক তখনিই ঘটে বিপত্তি.... : শোনুন মা, আমি আপনার মেয়ের সাথে আর সংসার করতে পারবো না,... : কি বল বাবা, তুমি তো খুবই আশ্চর্য্যের কথা শুনাইলা,.. নাকি আমার সাথে মশকরা করতেছো : ছি ! কিযে বলেল মা, আপনি এই কথা, আপনি কি আমার মশকরার পাত্র নাকি... : তাতো ঠিকই, তা কি জন্য আমাকে জরুরী খরব দিলা... : আমি তো প্রথমেই বললাম, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না। : কেন বাবা , কি করছে আসমা.. : বিয়ে করার পর বুঝতে পারলাম আপনার মেয়ে একটা বোকার হদ্দ.. তার সাথে সংসার করা দায়। : কি বল ,আমার মেয়ে বোকা হদ্দ নাকি. : বোকা হদ্দ নয় তো কি , নইলে সেদিন আমি একটা স্নো এনেছিলাম, অফিস থেকে এসে বললাম স্নোটা দেও তো.. সে আমাকে স্নোটা দিল না। : সামান্য স্নোর জন্য আমার মেয়ের সাথে সংসার করবা না সেটা কি হল নাকি...... : না মা সেজন্য না,,, আপনার মেয়ে বলে কিনা সে সকাল বেলা পানতা ভাত দিয়ে স্নো খেয়ে ফেলেছে....এবার আপনিই বলেল তারে নিয়া কি সংসার করা যায়... : মেয়ের মা, মেয়ের চুলের মুঠি ধরে যা বলল তাতে তো সাত আসমান থেকে পরার মতো... আসলে সে ও জানে না স্নো কি করে, সে বলল মাগির ঘরে মাগি, স্নো খাইছিলি খাইছিলি গরম ভাত দিয়া খাতি, পানতা ভাত দিয়া খালি কেন।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।