পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
কিছু কিছু গল্পের আড়ালে
অনেক অজানা গল্প দম বন্ধ হয়ে মিশে থাকে
যেমন কিছু কিছু হাসির অন্তরালে থাকে
যন্ত্রনার নির্বাক প্রেরনা,,
ক্লান্তি
পথ চলতে চলতে অনন্তকাল পথ চলা সত্ত্বার ক্লান্তি
নিয়মে অনিয়মে বেঁচে থাকার মাঝে আড়াল হয়ে থাকে..
দুরন্ত সময় কে পিছু ফেলে আসার ক্লান্তি মিশে থাকে
ছায়াপঠের পাতায় পাতায়...
ক্লান্তি !! বেচে থাকার..
ক্লান্তি!! হেসে উঠার..
ক্লান্তি অনবরত নিজেকে খুঁজে ফেরার....
তবু অবিরাম ছুটে চলা
আধারের বুকে আলোর সন্ধানে ঘুরে ফেরা..
প্রিয় কিছু অভিমানে নিজেকে গুটিয়ে নেয়া..
শুধু কষ্ট গুলো অদৃশ্য সারথী হয়ে মিশে থাকে
জীবনের প্রতিটি বাঁকে অসীম মমতায় আগলে রাখে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।