আমাদের কথা খুঁজে নিন

   

ক্লান্তি

শুদ্ধতা নিজের সাথে যুদ্ধ করে আজ আমি অনেক ক্লান্ত... আকাশ দেখতে দেখতে আমি বুড়িয়ে গেছি... দাঁড়িয়ে থাকতে থাকতে মাথার চুল গূলো হয়ে গেছে লালচে... তাকিয়ে থেকে থেকে চোখ হয়ে গেছে ঝাপসা... কাঁদতে কাঁদতে মেরুন শার্টটার হাতা ভিজিয়েছি অনেকবার... আজ আমি সত্যি খুব ক্লান্ত। নিজেকে এখন গুটিয়ে নিয়েছি এক বদ্ধ খোলসে.... আর আমার আকাশ দেখা হবে না কখনও... খোলসের বাইরের আলো থেকে যাবে অচেনা হয়ে... অধীর আগ্রহে জোছনার জন্য অপেক্ষা করা হবে না... বৃষ্টির মন মাতাল করা ভেজা গন্ধ আসবে না আর কাছে... সব কিছুই আগের মতো থাকবে... শুধু আমি হয়ে যাবো অচেনা... আজ আমি সত্যি খুব ক্লান্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।