- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
ক্লান্তি চুমু এঁকেছে কপালে-
(পরম যত্নের সেই আদর,
শিহরণ সমগ্র সত্ত্বা জুড়ে)
অবসর মিলে না কোনো।
কোথাও যেতে ইচ্ছে করে না
কিছু করতেও মন চায় না।।
গানের কথা ভেসে আসে
অন্তরাত্মা হতে-
বিবাগী মন নিয়ে জন্ম আমার...
শুধুই বলে,
আমায় ডেকোনা, ফেরানো যাবে না..
আমি বলি,
নই আমি কোনো ফেরারী পাখি-
সাধারণ মানব হয়ে উড়াই ঘুড়ি
নাটাইবিহীন, কোনো সুতো নেই।
জীবন, ক্লান্তি আর আমি।
আমৃত্যু, ক্লান্তি আর আমি।
অতঃপর অনন্ত গহ্বরে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।