আমাদের কথা খুঁজে নিন

   

আমার ক্লান্তি!

চুপ!

আর পারি না, আর পারি না আমার ভীষণ ক্লান্ত লাগে! - শুভ সকাল। - আপনাকেও। - কেমন চলছে ফটোগ্রাফী? - হুমম...চলছে না! - মা, ভাত খেয়ে যা। - হুমম, খেতে ইচ্ছে করছে না, মা! আচ্ছা,আসছি। - কী করব ছোট মাছ দিয়ে? চচ্চরি না কি ঝোল? কী করব ছোট মাছ দিয়ে? চচ্চরি না কি ঝোল? কী করব ছোট মাছ দিয়ে? - উমম...... যা খুশী! - কাজটা নিয়ে বসেছিলে? লেআউট টা রেডী? - এএএম্ম... আজ করে দিবো ম্যাম, কদিন বসিনি।

- সোমবার কিন্তু মিটিং! - কী ভাবেন, আপা? - নাহ! কই? কিছু না তো! - আপা, খেলার সময় খেলা, চোখ বলের দিকে। - ধুর! পারছি না! - খান, তোমারে না কইসি একটু tidy হইতে? আজকেও এই অবস্থা? - হা হা হা! ধ্যাত্তেরি! ওইসব আমি পারি না রে ভাই। - এত্ত আউলা-ঝাউলা কেন? একটু সাজু-গুজু করা শেখ্‌ না রে ভাই। আর এত্ত জোরে হাসবি না। - - দিদিমনি, তুমি আমাকে আর ভালোবাস না! - ধূর গাধা! কি বলিস এসব! - হুমম......তুমি না বললে কী হবে! আমি বুঝি- তোমার ইদানীং সারাক্ষণ মন খারাপ।

আর পারি না, আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়! - মা, সত্যি করে বল তো এই মুহূর্তে তুই কই? - বা রে! কই আবার! আমি তো আমার লক্ষ্মী বাজানটার পাশেই। - না! আমি দেখতে পাচ্ছি তুই আমার পাশে নেই, কই বল তো? - মিশু, জানুয়ারীতে সময় হবে তোর? সন্দ্বীপ বা খাগড়াছড়ি? - মনে হয় না! টাইট খুব! সিলেটে কনফারেন্স, ভার্সিটি টাকা দিলে হয় তো দুবাই! - হুমম, এরিস্টোক্রেটিক স্কেজিউল! - ভুল বুঝিস কেন? আর পারি না! - অনেক হয়েছে ফেসবুকিং আর ব্লগিং, একটু বাস্তবে আয় বাপ, আমাদের দিকে একটু তাকা, একটু খেয়ে যা। - খাব না ভাত, চা খাবো; আমার জন্যেও এক কাপ প্লি-ই-জ! - কোয়ার্টারে একজন গেস্ট এসেছে, একটু সমীহ করতে শেখ। - গাল্লুস, অফিসে আর আসো না যে! অফিস তো পুরা ম্যান্দা মেরে আছে! - আসবো, কবে আসব বলেন তো? আমিও ম্যান্দা মেরে আছি। হা হা হা।

- MATs, তোর পাশে এটা কে রে ছবিতে? হ্যান্ডসাম, বিয়ে করে ফেল! - হা হা হা! বিয়ে তো করব না, ভাবছি একটা প্রেম করা যায় না কি! - যত্তসব! তোর আজাইড়া প্যাঁচাল বাদ দে। - মিশপু! ওরা সাজল, আপনি গেলেন না কেন? আমার জন্যে হলেও! - থিসিসের প্রেজেন্টেশনটা করছ না কেন? You have to be multi-tasker. - বাবু, বাড়ী আসবা না উইক এন্ডে? দেখি না যে অনেক দিন! - MMK! GRE এর কতদূর? বই কি এখনো প্যাকেটে? - আপু, আমার ব্লগে আসো না কেন? - বিপ বিপ! I have not received your stuff yet.- Shabbir Sir - মিশটুশ! ফোন দিস না যে? তোর দুলাভাই রাগ করেছে। - মিশুউউউউউউউউ! তুমি টাইম দিচ্ছ না যে!আমাদের না ঘুরতে যাওয়ার কথা! - দোস্ত! কোন অজুহাত না! ভাইয়ের বিয়ের তিনটা প্রোগ্রামেই তোকে চাই! - দিলাপ্পি! এত্ত রাগ করো কেন? - মিশ! ফোন নম্বরগুলো চাইলাম যে, দিলি না? - মাতু, স্যুইসাইড করতে চাস কেন? কী হইসে? - ঘুম আসছে না! - প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে! - শুভ রাত্রি। বৃষ্টি ঝরে বৃষ্টি আমার চোখের পাতায় আর পারি না! আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।