আমাদের কথা খুঁজে নিন

   

কূটনীতিক পাড়ায় নিরাপত্তা জোরদার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ রোববার একথা জানিয়েছেন।
পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কূটনীতিক পাড়ায় টহল ও নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র এটিএম হাবিবুর রহমান।
জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশসহ ২১টি মুসলিম দেশে রোববার নিজেদের কার্যক্রম বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।
গত জুলাই মাসের শেষ দশকে পাকিস্তান, আফগানিস্তান ও ইরাকের কারগার ভেঙে কয়েকশ’ মার্কিনবিরোধী আল কায়েদা জঙ্গি বেরিয়ে আসে। এসব ঘটনায় শনিবার আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংগঠন ইন্টারপোলের ১৯০টি সদস্য দেশে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।


এছাড়া গুয়ানতানামা-বে কারাগার থেকে তাদের বন্দিদের মুক্ত করার ঘোষণা দেন আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি।
জঙ্গি সংগঠনটির হুমকির পর যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের বিশ্বব্যাপী ভ্রমণে সতর্কতা জরি করে।   
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ তাদের অভিযোগকে উড়িয়ে দিচ্ছে না। আবার ঘটনা ঘটার আগেই জনমনে ভীতি সঞ্চারও করতে চাইছে না।
রোববার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ছিল।

কানাডা দূতাবাসও সীমিত আকারে তাদের কাজ চালিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.