আমাদের কথা খুঁজে নিন

   

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল পদে পেশাদার কূটনীতিক খন্দকার এম তালাহ্

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল পদে পরিবর্তন আনা হয়েছে। এ পদে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পেশাদার কূটনীতিক খন্দকার এম তালাহ্। তিনি ব্রিগেডিয়ার জেনারেল এমএএস সাদেক পিএসসি-এর স্থলাভিষিক্ত হন।

সাদেককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই অধিকাংশ সময়ে এ পদে একজন সামরিক কর্মকর্তা নিয়োগ দেয়া হত। এবার এক পেশাদার কূটনীতিককে এ পদে নিয়োগ দেয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপের উল্লেখযোগ্য দিক হিসেবে মনে করছেন। এক কর্মকর্তা জানান, এ পদটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্ধারণ করা হয়। খন্দকার এম তালাহ্ এর আগে জেনেভায় বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশনে মিনিস্টার পদে নিয়োজিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল পদটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রধানমন্ত্রী বিদেশে যেকোনো সফরে চিফ অব প্রটোকল শুধু তার পাশেই থাকেন তা নয়, তিনি সফররত দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক, সাক্ষাৎ তথা বিভিন্ন অনুষ্ঠানে যাবতীয় তত্ত্বাবধান করেন। তার নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। তাছাড়া বাংলাদেশে সফরে আসা বিদেশি রাষ্ট্র প্রধান, রাষ্ট্র নেতাসহ, ভিভিআইপি, ভিআইপিদের যাবতীয় সুযোগ সুবিধা ও কার্যক্রম পরিচালনা করেন। বিদেশে প্রধানমন্ত্রী যে উপহার নিয়ে যান এবং দেশে বিদেশিদের যে উপহার দেয়া হয় তাও নিয়ন্ত্রণ করে চিফ অব প্রটোকল।

সূত্রঃ Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.