Set sail, ye hearts~ into the sea of hope..
সিগারেটের ছাই, ধোঁয়া আর অবশিষ্ট পেয়ালার বর্নিল উন্মাদনায় নেশাতুর স্বপ্ন কল্পে-
ইনসোমনিয়ার রাত গুলো আমার একেবারেই হেলাফেলায় চলে যাচ্ছে..
মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে বারান্দার শিক ধরে সভ্যতাকে জাতপাত তুলে গালি দিচ্ছি;
চলচ্চিত্রের নিবাক যুগের সাদাকালো ফ্রেমে কখনো স্পষ্ট শুনছি বিদ্রোহের ডাক-
কখনো ভাবছি, কি আছে এই জীবনে ! আজই সব শেষ হয়ে যাক;
সব কিছু শেষ হয় একদিন জানি,জানিনা শুধু কত দীর্ঘ সেই পথ..
(ইদানিং খেয়াল করছি সামুতে কবি এবং কবিতার বড়ই দুর্দিন চলছে, তারই প্রতিবাদ স্বরূপ এই খসড়া কবিতাটা পোস্ট করলাম। আমি চাই না আমার কবিতা কিছু অখাদ্য রেসিপির বন্যায় ভেসে যাক।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।