আমাদের কথা খুঁজে নিন

   

অবসেশন -২

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...

ইচ্ছে হয় মৃত্যুর বুক থেকে নিঃশ্বাস টেনে আর কিছুদিন বাঁচি । ইচ্ছে হয় , ভোরের শিশিরমাখা বাতাসে , আবার শ্বাস নেই বুকভরে , চোখ ভরে দেখি সূর্যোদয় - ইচ্ছে হয় , দুহাতে জড়াই শিউলিমালা , ছড়িয়ে দিই ভোরের আকাশে ; উড়তে উড়তে জোনাকী হয়ে জ্বলুক তারা । ইচ্ছে করে , বর্ষার সাথে মমতায় বাঁধি এ প্রাণ , ঝড়ের সাথে যুদ্ধে নামি , দু ঃসাহসে ; স্বপ্ন দেখি , দুচোখ ভরে , অশ্রুগুলো সব ফুল হয়ে যাক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।