আমাদের কথা খুঁজে নিন

   

অবসেশন -১

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...

অচ্ছেদ্য সর্পসঙ্গমের মত ভালোবাসা জড়িয়ে আমাদের বাহুপাশ , চমৎকার দহনে জ্বলছে বুকের ঘরবাড়ি , ভিটেমাটি ; অথচ আমাদের চোখে সেই বহ্নিৎসবের বৈপরিত্য । যোজন যোজন দূরে দাঁড়িয়ে আমরা জাল বুনছি স্বপ্নের , মাকড়সার জালের মত তাতে ধরা দিচ্ছে বাস্তবতার ঘুণপোকা । নিয়তির অথৈ স্রোতে ভেসে যেতে অসহায় মানুষ - খড়কুটোর মত কেন জড়িয়ে ধরো আমায় , আমিও তো মানুষ । আমিও অসহায় , নিশাচর খেচর , আলোকে যার বড় ভয় , তবুও কেন আমায় প্রহেলিকা দেখাও , পাঠ দাও সোনালী ভবিষ্যতের - কেন প্রতিবার স্পর্শে , আমার বুকে এনে দাও অদৃশ্য , নিষিদ্ধ শিহরণ ? তুমি কি জানো না , আমি নির্বাসিত ? জানো না , আমি নিজ জানালায় বন্দি । জানোনা , অসহায়দের ভালোবাসতে নেই ? কেন ভালোবাসলে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।