শনিবার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ৪৩ শেরশাহ সুরী রোডের ওই ভবনটি ‘কিছুটা’ হেলে পড়ে। বিকাল তিনটায় চার তলা ভবনে সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে নগরীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পুরানো ভবনের (চারতলা) পিলারে ‘ফাটল’ দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের পুরাতন ভবনের চার তলা হোস্টেলের নিচের তিন তলার পিলারের পাশে ফাটল দেখা দিয়েছে।
"আগে থেকেই ফাটল ছিল বলে কর্তৃপক্ষ জানায়।
শনিবার একটু বেশি দেখা গিয়েছে। এক প্রকৌশলী এসে এলাকা পরিদর্শন করেছে। কলেজ কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত দেয়নি। শিক্ষার্থীরা এখনো সেখানে অবস্থান করছে। ”
তবে পুরাতন ভবনে ‘ফাটল’ ধরেনি বলে দাবি করেন কলেজের উপাধ্যক্ষ নাসিমুন নেছা।
যোগাযোগ করা হলে বিকাল পাঁচটায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাশের বাড়িতে পাইলিং করার কারণে হোস্টেলের পিলারের পলেস্তারা খসে পড়েছে। পাইলিংয়ের ভাইব্রেশানে এটা হয়েছে। আট-নয় জন প্রকৌশলী হোস্টেল পরিদর্শন করেছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। যেসব শিক্ষার্থী ভয় পাবে তাদেরকে নতুন ভবনে সরিয়ে নেওয়া হবে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।