নিহত আনিসুর রহমান (৪৫)কাটাসুর এলাকার ২৫৯/৫ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আনিসুরকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পেটের ডান দিকে গুলি লেগেছিল।
আনিসুর যে বাড়িতে থাকতেন ওই বাড়ির মালিক রাহেলা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি আনিসুর বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা আনিসুরকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কি কারণে এই হত্যাকাণ্ড তাৎক্ষণিকভাবে এর কিছুই জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।