এমএলএম কোম্পানি ইউনিপে টু এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন । আজ ২৫ জানুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম। মামলায় কোম্পানিটির চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন এবং ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেনের বিরুদ্ধে সাধারন মানুষের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ২শ ৪৬ কোটি টাকা কোম্পানিতে জামানত নেওয়া এবং পরবর্তিতে তা নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তরের অভিযোগ আনা হয়। দীর্ঘ দিন যাবৎ অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে জামানত গ্রহনের অভিযোগ আসছিলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সম্পতি শেয়ার বাজারের ব্যাপক ধস নামার পর অর্থমন্ত্রী ইউনিপে টু নামের এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।
View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।