আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখবো? যা লিখি তাই পান্ডুলিপি হয়ে যায়



বাংলাদেশে আমরা সবাই লেখক। আমরা যা লিখি তাই পান্ডুলিপি হয়ে যায়। ইতিহাস না হোক পান্ডুলিপি হলেও সেটা কম কিসে। কবিতা লিখবো কিন্তু কবিতার পাঠক নাই। ছোট গল্প লিখবো সেটা সবার জীবনের সাথে মিলে যাওয়ার কারণে পড়তে চাই না।

উপন্যাস সেতো বিশাল ব্যাপার। আরো বড় ব্যাপার হলো- যাদের জন্য লিখবো তারাই লেখক। পাঠক আর কেউ নাই। তাই লিখি আর তা পান্ডু লিপি হয়ে পড়ে রয়। পাঠকের কাছে পৌছাতে পারিনা।

পৌছাবো কি করে। মামু খালু তো নেই। টাকা তো নেই। তাই মানসম্মত লেখা হলেও তা আপন ঘরে পান্ডুলিপি হয়ে পড়ে রয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।