বেশী বোঝার চেয়ে কম বোঝা ভালো
আমাদের চোখের সামনেই অনেক চমৎকার সব সফটওয়ার থাকে যেগুলো আমরা শুধু অবহেলা করে ব্যাবহার করিনা।
সেরকম একটা সফটওয়ারের কথা বলবো।
পোষ্টে ঢুকেন.....
এই সফটওয়ার আপনারা সবাই চিনেন, আমি শুধু আমার অভিজ্ঞতা বর্ননা করবো, সফটওওারটির নাম গুগল টক . । গুগল মামার এক অসামান্য অবদান। নামে টক হলেও জিনিসটা কইলাম কামের।
আমি সিটিসেলের ১৫০কেবিপিএস এর কানেকশন ইউজ করি, জিটক দিয়ে অসম্ভম চমৎকার ভাবে ভয়েস চ্যাট করলাম, খুব কম স্পিডেও এর ভয়েস ক্লেরিটি অসম্ভব ভালো, মনে হয় যেন ফোনেই কথা বলছি।
শুধু তাই না, বগুড়ায় থাকা আমার এক বন্ধুর(জিপি ইন্টারনেট ব্যাবহারকারী) সাথে কোন ঝামেলা ছাড়া কথা বললাম।
এখানেই শেষ নয়, গুগল টক থেকে S60 3rd Edition এর হ্যান্ডসেটেও চমৎকার ভাবে কথা বললাম, শুধু ফ্রিং নামের সফটওয়ার থাকলেই হয়।
যারা ব্যাবহার করেন তারা তো করেনই, যারা করেন না, তারা ট্রাই করেন আমি নিশ্চিত আপনাদের পছন্দ হবে
এখান থেকে ফ্রিং ডাউনলোড করতে পারেন
গুগল টক ডাউনলোড করতে এইখানে ক্লিকান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।